ইউক্রেনে মেডিকেল নিয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন ডুয়ার্সের চা বলয়ের মাদারিহাট-বীরপাড়া ব্লকের চার পড়ুয়া। একেবারে শেষ মুহুর্তে দু’জন দেশে ফিরে এলেও, ইউক্রেনেই আটকে এথেলবাড়ির দিব্যম কৌশিক ও রাঙ্গালিবাজনার দলদলির তানবির ইসলাম। আগামী ২৭শে ফেব্রুয়ারী কিভের বরিসপিল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রবাসী ভারতীয়দের জন্য এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে করে দেশে ফেরার কথা ছিল তাঁদের। মাদারিহাট বিধানসভার বিজেপি বিধায়ক মনোজ টিজ্ঞা জানান, কেন্দ্রীয় সরকার ইউক্রেন ও রাশিয়া উভয় দেশের সাথেই কথা বলছে। কত দ্রুত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থাই করছে কেন্দ্রীয় সরকার।
ইউক্রেনে মেডিকেল নিয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন ডুয়ার্সের চার পড়ুয়া
শুক্রবার,২৫/০২/২০২২
1482