ইউক্রেনে আটকে পড়া ভারতীয় ছাত্র-ছাত্রীদের মধ্যে রয়েছেন, দুর্গাপুরের টেগোর এভিনিউয়ের বাসিন্দা নেহা খান। মেডিকেলের তৃতীয় বর্ষের ওই ছাত্রীর সঙ্গে তাঁর পরিবার, মোবাইলে ভিডিও কলিংয়ে যোগাযোগ রেখে চলেছেন।নেহা জানিয়েছেন,বোমা পড়ার শব্দ পাচ্ছেন। সাইরেন বাজলেই ট্যাঙ্কারে করে তাদের নিয়ে যাওয়ার কথা হয়েছে। পরিস্থিতির অবনতি ঘটলে, আশ্রয় নেবার জন্য, তাদের আবাসনের নীচে সুরঙ্গ করা হয়েছে, খাবারের সঙ্কট রয়েছে। নেহার বাবা ফিরোজ খান জানিয়েছেন, চরম দুশ্চিন্তায় রয়েছেন। ইউক্রেনে, নেহা সহ আটকে পড়া অন্যদের এদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে তিনি, সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।
ইউক্রেনে আটকে পড়া ভারতীয় , দুর্গাপুরের টেগোর এভিনিউয়ের বাসিন্দা নেহা খান
শুক্রবার,২৫/০২/২০২২
967