উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের কাছে পেট্টাপোল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বাংলাদেশগামী একটি বেদানা বোঝাই ফলের গাড়িকে আটক করে।ফল বোঝাই গাড়ির মধ্যে থেকে ১৬১ কেজি রূপোর গহনা ও ৪৮০ টি মোবাইল ফোন উদ্ধার করে। গাড়ির ড্রাইভার ও খালাসীকে গ্রেফতার করে পুলিশ।
ফল বোঝাই গাড়ির মধ্যে থেকে ১৬১ কেজি রূপোর গহনা
বৃহস্পতিবার,২৪/০২/২০২২
552