উত্তর ২৪ পরগনায়-৩৫ জন নতুন করে সংক্রমিত


বৃহস্পতিবার,২৪/০২/২০২২
573

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ কিছুটা কমেছে, কমেছে মৃত্যু’ও।রাজ্য স্বাস্হ্য দফতরের সন্ধ্যার বুলেটিন অনুযায়ী ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন- ২৪৬ জন। আগের দিন এই সংখ্যা ছিল- ২৭২। এই সময়ে সুস্থ হয়েছেন ৭২৬ জন। মৃত্যু হয়েছে- ৯’জনের। আরোগ্যের হার সামান্য বেড়ে হয়েছে- ৯৮ দশমিক ৮/৪ শতাংশ। দৈনিক সংক্রমণ হার’ও কিছুটা কমে শূণ্য দশমিক ৮/০ শতাংশে দাড়িয়েছে।এই সময় কলকাতায়-৫০ এবং উত্তর ২৪ পরগনায়-৩৫ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট