ভারতের নির্বাচন কমিশন ভোটারদের বিশেষ করে নবীন,মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম এবং প্রবীন ভোটারদের বুথমুখী করার লক্ষ্যে সচেতনতামূলক নানান কর্মসূচী নিয়েছে।এ বছর জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশন জাতীয় ভোটার সচেতনতা মূলক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। পূর্ব বর্ধমানের জেলাশাসকের দপ্তরে সাংবাদিক সম্মেলনে জেলা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব প্রাপ্ত আধিকারিক ( ওসি ইলেকশন)কল্যাণ দাস জানিয়েছেন, ‘My Vote is my Future – Power of One Vote ‘ এই থিমের উপর অনলাইনে কুইজ,ভিডিও তৈরি, পোষ্টার ডিজাইন,গান এবং স্লোগান প্রতিযোগিতা শুরু হয়েছে।প্রতিটি বিভাগে প্রতিযোগীরা পেশাদার,অপেশাদার এবং প্রাতিষ্ঠানিক এই তিনটি পর্যায়ে অংশ গ্রহন করতে পারবেন। প্রতিযোগিতা চলবে ১৫ মার্চ পর্যন্ত। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারন)সুপ্রিয় অধিকারী।
প্রবীন ভোটারদের বুথমুখী করার লক্ষ্যে সচেতনতামূলক নানান কর্মসূচী
বুধবার,২৩/০২/২০২২
593