সীমান্তের গেদে এলাকা থেকে BSF সোনার বিস্কুট সহ এক বাংলাদেশি ব্যবসায়ীকে আটক


মঙ্গলবার,২২/০২/২০২২
766

আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্তের গেদে এলাকা থেকে BSF সোনার বিস্কুট সহ এক বাংলাদেশি ব্যবসায়ীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। বাংলাদেশের বরিশালের বাসিন্দা সাহিক আহমেদ বৈধ ভাবে এ দেশে আসছিল। আউটপোস্টে BSF এর ৫৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তল্লাশি চালিয়ে তার টলি ব্যাগের ভিতর থেকে তিন’টি সোনার বিস্কুট উদ্ধার করে। ৩৪৯ গ্রামের বেশি ওজনের ওই সোনার বিস্কুটগুলির বাজার মূল্য ১৭ লক্ষ টাকারও বেশি। উদ্ধার হওয়া শোনার বিস্কুটগুলি BSF বানপুর কাস্টমসের হাতে তুলে দেয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট