শিলিগুড়ি পুর বোর্ড গঠন করল তৃনমূল কংগ্রেস।শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডের মধ্যে ৩৭টি ওয়ার্ড দখল করে তারা।মঙ্গলবার শিলিগুড়ির পুর নিগমের সভা কক্ষে শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডের বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহন করান দার্জিলিং জেলার জেলাশাসক এস পুনমবালম।এরপর পুর নিগমের আইন অনুযায়ী মেয়র ও চেয়ারম্যান পদের নির্বাচন হয়।সেই নির্বাচনে মেয়র পদে জয় লাভ করেন গৌতম দেব ও চেয়ারম্যান পদে জয়লাভ করে প্রতুল চক্রবর্তী।প্রায় এক দশক পর বামফ্রন্টকে হারিয়ে এবার প্রথম শিলিগুড়ি পুর নিগমের দখল নেয় তৃনমূল কংগ্রেস।
শিলিগুড়ি পুর বোর্ড গঠন করল তৃনমূল কংগ্রেস
মঙ্গলবার,২২/০২/২০২২
573