ডাইনি প্রথার বিরুদ্ধে সচেতনতা শিবির হেমতাবাদে


শনিবার,১৩/০৬/২০১৫
676

বিকাশ সাহাঃ     ডাইনি প্রথার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার পুলিশ। এদিন শনিবার দুপুরে হেমতাবাদ থানার অন্তর্গত তাঁতি পুকুর এলাকায় প্রায় ২০০ জন আদিবাসী পুরুষ ও মহিলা এই সচেতনতা শিবিরে হাজির হয়। ডাইনি প্রথার বিরুদ্ধে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হেমতাবাদ থানার পুলিশ আধিকারিক সোমনাথ দাস।   মুলত আদিবাসী এলাকায় ডাইনি সন্দেহে আক্রান্ত ও জীবনহানীর মতো ঘটনা যাতে না ঘটে সেই কারণে আদিবাসী মানুষদের সচেতন করতে পুলিশের এই উদ্যোগ। এই সচেতনা শিবিরে পুলিশের তরফ থেকে সাধারণ মানুষদের বোঝানো হয় ডাইনি বলে কিছু হয়না। মানুষের শরীরে রোগ দেখা দিলে ওঝার কাছে না গিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট