মালদায় তৃণমূল দলের বিরুদ্ধে পুরসভা ভোটে নির্দল হাসাবে দাঁড়ানোই বহিস্কৃত ৯জন কর্মী ও একজন নেতা। অন্যদিকে পুরাতন মালদা পুরসভায় বহিস্কৃত পাঁচজন।মালদার ইংরেজবাজার পৌরসভার দলীয় নেতা যারা নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। বহিষ্কার করা হয়েছে তিন নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী কাকলি চৌধুরীর স্বামী বিদায়ী কাউন্সিলর পরিতোষ চৌধুরীকে। পুরাতন মালদা পৌরসভার ৪ জন প্রার্থী ও একজন নেতাকে বহিষ্কার করল দল।ইংরেজবাজারে বহিস্কৃত ৯জন প্রার্থী একজন নেতা। নির্বাচন থেকে সরে এসেছে ৪জন। শনিবার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি।
মালদায় তৃণমূল দলের বিরুদ্ধে পুরসভা ভোটে নির্দল হাসাবে দাঁড়ানোই বহিস্কৃত ৯জন
শনিবার,১৯/০২/২০২২
668