রাজ্য সরকার এবং সরকার পোশিত বিদ্যালয়গুলিতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেওয়ার বিষয়ে শিক্ষা দপ্তর এখনও পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয়নি বলে রাজ্য সরকার জানিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ কলকাতায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গেও এই নিয়ে কোনো আলোচনা হয়নি। বিষয়টির মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন। সেই থেকেই বিভ্রান্তি ছড়িয়েছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন।
বিদ্যালয়গুলিতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে কোন সিদ্ধান্ত নেয়নি বলে রাজ্য সরকার
শনিবার,১৯/০২/২০২২
544