বাঁকুড়া জেলার সোনামুখী থানার বড়চাতরা গ্রামে হাতির দলের হানায় বিঘার পর বিঘা জমির সব্জি ও আলু নষ্ট হয়েছে। শুক্রবার রাতে আট থেকে দশটি হাতির একটি দল এলাকায় সব্জি ও শস্যক্ষেত সহ বাড়িতে থাকা ধানের গোলার ব্যাপক ক্ষতি করেছে বলে স্থানীয়দের অভিযোগ। আজ সকালে বনদপ্তরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে যান। হাতিগুলির গতিবিধির উপর নজর রাখছে বনদপ্তর।
হাতির দলের হানায় বিঘার পর বিঘা জমির সব্জি ও আলু নষ্ট
শনিবার,১৯/০২/২০২২
658