কুইন্সটাউনে আজ মহিলাদের তৃতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ড তিন উইকেটে ভারতকে পরাজিত করেছে। এর ফলে নিউজিল্যান্ড 3-0 এগিয়ে থেকে পাঁচ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে। টসে জিতে নিউজিল্যান্ড, ভারতকে ব্যাট করতে পাঠায়। 49 ওভার তিন বলে ভারতের ইনিংস 279 রানে শেষ হয়। দীপ্তি শর্মা 69 রানে অপরাজিত থাকেন। সবিনেনি মেঘানা 61, শেফালি ভার্মা 51 রান করেন। এরপর নিউজিল্যান্ড পাঁচ বল বাকি থাকতেই সাত উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ঝুলন গোস্বামী তিনটি উইকেট নিয়েছেন।
তৃতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ড তিন উইকেটে ভারতকে পরাজিত
শুক্রবার,১৮/০২/২০২২
529