ভাঙড়েও শুরু হয়েছে ড্রাগন ফলের চাষ


বৃহস্পতিবার,১৭/০২/২০২২
2406

ভাঙড়েও শুরু হয়েছে ড্রাগন ফলের চাষ। লাভদায়ক এই ফল চাষ হচ্ছে ভাঙ্গড় 2 ব্লকের পোলেরহাট 2 গ্রাম পঞ্চায়েত এলাকায়।বৃষ্টি ভিজে ,কাদা মাড়িয়ে সেই বাগান পরিদর্শন করতে গেলেন ভাঙ্গড় 2 ব্লকের বিডিও কৌশিক কুমার মাইতি। জানালেন ,লাভ দায়ক এই চাষ করতে কৃষকদের সবরকম সাহায্য করছে রাজ্য সরকার। আগামী দিনে এই চাষ থেকেই মুনাফা পাবেন কৃষকরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট