মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে চিঠি দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়


বৃহস্পতিবার,১৭/০২/২০২২
509

রাজভবন – নবান্ন সংঘাতের আবহেই রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁর সঙ্গে আলোচনায় বসার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে চিঠি দিয়েছেন। সামনের সপ্তাহে মুখ্যমন্ত্রীর সুবিধা মতো যেকোনো দিন তাঁকে রাজভবনে আসার অনুরোধ করেছেন তিনি।রাজ্যপাল বলেছেন, সাংবিধানিক পদাধিকারীদের মধ্যে আলোচনা, মত বিনিময়, গণতন্ত্রের এবং সাংবিধানিক পদাধিকারীদের মধ্যে আলোচনা মত বিনিময় গণতন্ত্রের এবং সাংবিধানিক শাসনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ।কিন্তু তাঁর দিকে থেকে আন্তরিক প্রয়াস সত্ত্বেও মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো সাড়া মেলেনি। এই পরিস্থিতি, সাংবিধানিক অচলাবস্থা তৈরি করতে পারে। যেসব বিষয়ে বৈধভাবে তিনি জানতে চেয়েছেন, দীর্ঘ সময় তার কোনও জবাব মেলেনি বলেও চিঠিতে উল্লেখ করেছেন রাজ্যপাল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট