আরপিএফ এর গোয়েন্দা বিভাগের কাজের সুবিধার্থে ও আউট পোস্ট গুলির মধ্যে সমন্বয় বৃদ্ধি করতে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা আজ ১৭ টি মোটর সাইকেলের যাত্রার সূচনা করেন। এর আগে আরপিএফ পোস্ট ও আউট পোস্ট গুলির সুষ্ঠুভাবে কাজ করার জন্য পূর্ব রেলের বিভাগগুলির মধ্যে ৪৫ টি মোটর সাইকেল বিতরণ করা হয়। মোটর সাইকেল গুলি বিতরনের ফলে আরপিএফ এর কাজের সুবিধার পাশাপাশি অপরাধ সনাক্তকরণ ,বিভিন্ন ইউনিটের মধ্যে আরো ভালো সমন্বয় সাধন ,জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট স্থানে পৌঁছে যেতে সুবিধা হবে বলে রেল কর্তারা মনে করছেন।
আরপিএফ এর গোয়েন্দা বিভাগে ৪৫ টি মোটর সাইকেল বিতরণ
বৃহস্পতিবার,১৭/০২/২০২২
409