অবশেষে প্রাতিষ্ঠানিক ভাবে প্রাথমিক স্তরে শুরু হল পঠনপাঠন। আবার শৈশবের কলতানে মুখরিত বিদ্যাষলয় প্রাঙ্গণ। শ্রেণীকক্ষ জীবন্ত সংলাপে সরগরম।আদিবাসী অধ্যুষিত মানবাজারের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে তাদের ফুল দিয়ে বরণ করা হয়। উপহার হিসেবে প্রত্যেকের হাতে মাস্ক, স্যানিটাইজার, খাতা, পেনসিল,কেক, চকলেট ও চারা গাছ তুলে দেওয়া হয়।প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র বলেন বাস্তবে এদিন নবীন বরণ করলেন তারা। হল সম্মিলিত মধ্যাহ্ন ভোজন।
অবশেষে প্রাতিষ্ঠানিক ভাবে প্রাথমিক স্তরে শুরু হল পঠনপাঠন
বৃহস্পতিবার,১৭/০২/২০২২
453