উত্তরবঙ্গে শিল্পের বিভিন্ন ক্ষেত্রে দশ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে রাজ্য সরকার জানিয়েছে। শিলিগুড়িতে আয়োজিত শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সহ উত্তরবঙ্গের আটটি জেলার শিল্পপতি,জেলা শাসক,বিভিন্ন দফতরের আধিকারিকরা।উত্তরবঙ্গের শিল্প বিনিয়োগ সমস্যা বিষয় নিয়ে আলোচনা শুরু হয়।উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শিল্প তালুক নিয়ে আলোচনা হয়।এই বৈঠকে দার্জিলিং ও কালিম্পং-এর মত বিভিন্ন জেলাতে হোমস্টে বানানোর উপর জোর দেওয়া হয়।
উত্তরবঙ্গে দশ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব
বৃহস্পতিবার,১৭/০২/২০২২
642