প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭-শে ফেব্রুয়ারী বেলা ১১-টায় আকাশবাণীতে মন-কি-বাত অনুষ্ঠানে দেশ-বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন-কি-বাতের ৮৬-তম পর্ব। এই অনুষ্ঠান, আকাশবাণী ও দুরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, AIR নিউজ ওয়েবসাইট ও নিউজ অন AIR মোবাইল অ্যাপে সম্প্রচারিত হবে। আকাশবাণী ও দূরদর্শন সংবাদ, প্রধানমন্ত্রীর দফতর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউ চ্যানেলগুলিতেও শোনা যাবে মন-কি-বাত। জনগণ NaMo app অথবা MyGov Open Forum এ তাদের মতামত জানাতে পারবেন। এছাড়া, toll-free number 1800-11-7800 য় হিন্দি অথবা ইংরেজিতে মেসেজ রেকর্ড করে পাঠানো যাব। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই ফোন লাইন চালু থাকবে।1922 এই নম্বরে মিসড্ কলও দেওয়া যাবে।
২৭-শে ফেব্রুয়ারী বেলা ১১-টায় আকাশবাণীতে মন-কি-বাত
বৃহস্পতিবার,১৭/০২/২০২২
388