মুর্শিদাবাদের ইসলামপুর থানার তৎপরতায় পাচারের উদ্দেশ্যে বহন করা নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিল সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে ২২৭ বোতল ফেন্সিডিল ও দুটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। ইসলামপুরের ওসি মহঃ খুরসিদ আলম জানিয়েছেন, ১৬ই ফেব্রুয়ারী ভোর তিনটে দশ নাগাদ ইসলামপুরের সুকদেবমাটি এলাকায় পুলিশের নাকা তল্লাশীতে হাড়িভাঙা-দৌলতপুরের বাসিন্দা বছর ২৭ এর নাসির হোসেনকে ১১২ বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার করা হয়। পরদিন ১৭ই ফেব্রুয়ারী ইসলামপুর টোলগেটে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের হারুডাঙার বাসিন্দা রঞ্জিত মন্ডল ও সাগর মন্ডল নামের দুই যুবককে ১১৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার করা হয়েছে।পরবর্তী তদন্তের স্বার্থে ধৃত তিন মাদক কারবারিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিল সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার
বৃহস্পতিবার,১৭/০২/২০২২
1003