নদীয়ার মায়াপুরে ইসকন মন্দিরে যথোচিত মর্যাদায় নিত্যানন্দ প্রভুর জন্ম উৎসব তিথি পালিত


মঙ্গলবার,১৫/০২/২০২২
585

নদীয়ার মায়াপুরে ইসকন মন্দিরে যথোচিত মর্যাদায় নিত্যানন্দ প্রভুর জন্ম উৎসব তিথি পালিত হচ্ছে। নিত্যানন্দ জয়ন্তী উপলক্ষে সারাদিনব্যাপী চলে নানা অনুষ্ঠান। হয় হরি নাম সংকীর্তন, মঙ্গল আরতি, দর্শন আরতি। নিত্যানন্দ প্রভুর জীবনী সমাজের প্রতি তাঁর অবদান ভক্তবৃন্দদের সামনে উপস্থাপন করা হয় বিভিন্ন ভাষায়। এছাড়াও যজ্ঞ, মহা অভিষেক পর্ব ও বিশেষ পুজোপাট চলে দিনভর। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি সম্পূর্ণভাবে ধর্মীয় আচার ও কোভিডবিধি মেনে পালিত হয় বলে ইসকন-এর পক্ষ জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট