২ কিলোমিটার দূরে অবস্থিত একটি দ্বীপ


শনিবার,১২/০২/২০২২
5957

গৌতম হাজরা: ইন্দোনেশিয়া এর জাভা শহর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত একটি দ্বীপ। বালিকে “দ্য লাস্ট প্যারাডাইস অন আর্থ” হিসেবে অভিহিত করা হয়। ইন্দোনেশিয়ার (Indonesia) অন্যান্য প্রদেশ থেকে বালি বেশ স্বতন্ত্র। বালির সংস্কৃতি এখানে আসা পর্যটকদের বিশেষভাবে আকর্ষিত করে। বালির পবিত্রময় পর্বতকে বালির বাসিন্দারা পৃথিবীর ৮ টি “চক্র” বিন্দুর মধ্যে অন্যতম হিসাবে মনে করে। বালি দ্বীপের বাসিন্দাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং প্রাকৃতিক পরিবেশের মুগ্ধতায় এখানে আগত পর্যটকেরা বারবার বালিতে অবকাশ যাপনের জন্য ফিরে আসেন। বালির অনেক দ্রষ্টব্য এর মধ্যে অন্যতম হল উলুয়াতু।

ছবি : গৌতম হাজরা

নির্মল পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য এবং উলুয়াতুতে অনুষ্ঠিত বিভিন্ন বিচিত্রানুষ্ঠান পর্যটকদের মোহিত করে। সমুদ্রের বুকে পাহাড়ের ৭০ মিটার উপর স্থাপিত প্রাচীন এক মন্দিরের স্থাপত্যশৈলীও বেশ নজরকাড়া। মন্দিরের উপর থেকে এক অপার্থিব সূর্যাস্তের দৃশ্য দেখা যায়। সেখানেই হয় ইন্দোনেশিয়ার বিশেষ বৈশিষ্ট্য কেচাক নৃত্য। এই নাচের বৈশিষ্ট্যই হল যে, প্রায় কুড়ি-পঁচিশ জন শিল্পী গোল হয়ে বসে মুখ দিয়ে ‘কেচাক’ ধ্বনি তুলছেন আর তার মধ্যে বাদ্য সহযোগে অভিনীত হচ্ছে সেই রামায়ণের গল্প ‘সীতাহরণ”।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট