আন্তর্জাতিক বিমানে আসা যাত্রীদের ক্ষেত্রে স্বাস্হ্যমন্ত্রক নীতি নির্দেশিকা বদল করেছে। ঝুঁকিপূর্ণ দেশের তালিকা তুলে নেওয়া হয়েছে। সাত দিনের হোম কোয়ারেন্টিনের বর্তমান ব্যবস্হার জায়গায় বলা হয়েছে, যাত্রীরা এখন নিজেরাই ১৪ দিন নিজেদের স্বাস্হ্যের উপর নজর রাখবেন। এ মাসের ১৪ তারিখ সংশোধিত নীতি নির্দেশিকা কার্যকর হবে ।নতুন গাইড লাইন অনুযায়ী, বিদেশ থেকে আসা সমস্ত যাত্রীকে বাধ্যতামূলকভাবে RT-PCR নেগেটিভ রিপোর্ট আপলোড করতে হবে। পূরণ করতে হবে অন লাইন Self Declaration ফর্ম।
বিমানে আসা যাত্রীদের ক্ষেত্রে স্বাস্হ্যমন্ত্রক নীতি নির্দেশিকা বদল
শুক্রবার,১১/০২/২০২২
807