মহিলাদের ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনার কুলপির বিবেক ময়দানে প্রথম বর্ষের সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন হল আজ। মেলার উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিম হাজরা,পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল, কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার ও ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিশু ও নারী কল্যান দপ্তরের কর্মাধ্যক্ষ শচী নস্কর, আনন্দধারা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর দেবাহুতি ইন্দ্র। এই মেলায় মহিলাদের তৈরী নানান সামগ্রীর ৩৬টি স্টল আছে। পাঁচ দিন চলবে এই মেলা। এই জেলায় ৮০ হাজার মহিলা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। ৮ লক্ষ পরিবার নির্ভরশীল এই গোষ্ঠীর মাধ্যমে।
(Renewed) JBL C100SI Wired In Ear Headphone with Mic (Black)
Now retrieving the price.
(as of শনিবার,১২/০৪/২০২৫ ১৫:২৯ GMT +05:30 - More info)