উত্তর প্রদেশে বিজেপিকে বার্তা মমতার ক্ষমতায় এলে যৌথ উদ্যোগে উন্নয়নের কাজ হবে


বুধবার,০৯/০২/২০২২
505

অখিলেশ যাদব জিতলে বাংলা আর উত্তরপ্রদেশ মিলে শিল্প তৈরি হবে। লখনউয়ে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ” অখিলেশ যাদব জিতলে বাংলা আর উত্তরপ্রদেশ মিলে শিল্প তৈরি হবে। আমরা একসঙ্গে পর্যটন শিল্পের উন্নতি করতে পারব। উত্তরপ্রদেশ বিধানসভার ভোটে লড়ছে না তৃণমূল। তবে সমাজবাদী পার্টিকে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । অখিলেশ যাদবের আমন্ত্রণে, উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের প্রচারে মঙ্গলবার লখনউয়ে ভার্চুয়াল সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন তিনি বলেন, “উত্তরপ্রদেশে বিজেপি হারলে, দেশেও বিজেপি হারবে। ভোটের পর বিজেপির কাউকে দেখা যায় না। ভোটের পর কোকিলের মতো উবে যায় বিজেপি। হাথরাসের ঘটনার জন্য আগে ক্ষমা চান, তারপর ভোট চাইবে। উন্নাওয়ের ঘটনার জন্য আগে ক্ষমা চাও। করোনার দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতির কথা স্মরণ করিয়ে মমতা বলেন, পবিত্র গঙ্গায় লাশ ভাসিয়ে দেওয়া হয়েছিল। আমরা সেই লাশ তুলে তার সৎকার করেছি। কত মানুষের দেহ আপনারা গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন ? তাঁদের পরিবারের কাছে ক্ষমা চান আপানারা। কোভিডে যখন মানুষ মরছিল তখন যোগীজি কোথায় ছিলেন ? তখন আপনি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে গেছিলেন। উত্তরপ্রদেশে যে টাকা বিনিয়োগ হয়েছে বলছেন সেই টাকা কোথায় গেল? সেই অর্থ পিএম কেয়ারে গেছে, অডিট হবে না বলে ? কত পরিযায়ী শ্রমিক অনাহারে মারা গেছেন? কোভিডে, কৃষক আন্দোলনে, এনআরসি আন্দোলনে বহু মানুষ মারা গেছেন। তাঁদের সবার পরিবারের একজনকে রেলে চাকরি দিতে হবে। ম্যানিফেস্টোতে আগে সেকথা লিখুন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট