কিংবদন্তী সংগীত শিল্পী প্রয়াত লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাল বাংলা


মঙ্গলবার,০৮/০২/২০২২
2445

কিংবদন্তী সংগীত শিল্পী প্রয়াত লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাল বাংলা। সোমবার রবীন্দ্রসদনে শ্রদ্ধাজ্ঞাপনের ব্যাবস্থা করেছিল রাজ্য সরকার। বিশিষ্টজন থেকে সাধারণ মানুষ – একে একে শ্রদ্ধা নিবেদন করেন সকলেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনটে নাগাদ শ্রদ্ধানিবেদন করতে রবীন্দ্রসদনে পৌঁছান। ছিলেন সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা সহ বঙ্গ শিল্প-সংস্কৃতি জগতের বিশিষ্টরা। দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শ্রদ্ধা নিবেদন করেন ভারতরত্ন লতা মঙ্গেশকরকে। রাজ্য সভার সাংসদ তথা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য, সিপিএম নেতা রবীন দেব, বহিস্কৃত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার সহ অন্যান্যরা শ্রদ্ধা জানাতে এসেছিলেন রবীন্দ্রসদনে। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও ইন্দ্রনীল সেন সকাল থেকে শ্রদ্ধাজ্ঞাপনের সমস্ত ব্যাবস্থাপনা করেন। রবিবার সকালে এই প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রয়াত হন। রাতেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছিল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট