কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার প্রতিবাদে গর্জে উঠলেন বিভিন্ন প্রকল্প এলাকার মানুষ


রবিবার,০৬/০২/২০২২
676

বঞ্চিত বাংলার রেল প্রকল্প। কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার প্রতিবাদে গর্জে উঠলেন বিভিন্ন প্রকল্প এলাকার মানুষ। বালুরঘাট-হিলি রেল প্রকল্পে বরাদ্দ নামমাত্র হওয়ায় জাতীয় সড়ক অবরোধ করেন ওই এলাকার বাসিন্দারা। থমকে যাই ভারত-বাংলাদেশ বাণিজ্যের একাধিক ট্রাক।
কেন্দ্রীয় বাজেটে বঞ্চিত হয়েছে বাংলার বিভিন্ন রেল প্রকল্প। একাধিক রেল প্রকল্পের বরাদ্দ কমিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে। বেশ কয়েকটি প্রকল্পে নাম-কে-ওয়াস্তে বরাদ্দ করা হয়েছে। যেমন বালুরঘাট-হিলি রেলপথ সম্প্রসারণ প্রকল্প। এই প্রকল্পের বরাদ্দ নিয়ে ক্ষোভের আগুনে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল লাইন সম্প্রসারণে বাজেট বঞ্চনার প্রতিবাদে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কুশপুত্তলিকা দাহ করেন। জাতীয় সড়ক অবরোধের ফলে ভারত- বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের একাধিক ট্রাক থমকে যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট