রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ২ হাজারেরও নীচে নেমে এসেছে। স্বাস্থ্য দফতরের আজ সন্ধ্যার প্রকাশিত বুলেটিন অনুযায়ী ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন, ১ হাজার ৯১০ জন। গতকাল এই সংখ্যা ছিল ৩ হাজার ৪২৭ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৭২৭ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের।এই নিয়ে টানা ১৭ দিন দৈনিক মৃত্যু ৩০-এর ওপরে থাকলো। সংক্রমণ হার সামান্য কমে হয়েছে ৫ দশমিক চার নয় শতাংশ। আরোগ্যের হার কিছুটা বেড়ে হয়েছে ৯৭ দশমিক ছয় আট শতাংশ। তবে এই সময় নমুনা পরীক্ষা হয়েছে অনেকটাই কম ৩৪ হাজার ৮১৭।
রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ২ হাজারেরও নীচে নেমে এসেছে
মঙ্গলবার,০১/০২/২০২২
590