বড়োসড়ো ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিয়ালদা থেকে বনগাঁ ট্রেন


মঙ্গলবার,২৫/০১/২০২২
805

সাতসকালে রেললাইন বসে গিয়ে বিপত্তির গুমা স্টেশন সংলগ্ন এলাকায়।উত্তর 24 পরগনা জেলার শিয়ালদা থেকে বনগাঁ শাখার গুমা স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন বসে গিয়ে বিপত্তি। রেল সূত্রে জানা যায় আজ সকালে একটি মালগাড়ি যাচ্ছিল তখন মাল গাড়ী চালক গাড়িতে ঝাকুনি লক্ষ্য করে, ঠিক কি কারণে ধরে ঝাকুনি হচ্ছে বুঝতে পারছিল না মাল গাড়ী চালক, চালক গাড়ি থেকে নেমে গিয়ে দেখতে পায় প্রায় দশ বারো জায়গায় রেললাইন বসে গেছে, তড়িঘড়ি খবর দেওয়া রেল আধিকারিকদের, রেল আধিকারিক রা তড়িঘড়ি ঘটনাস্থলে এসে সারাইয়ের চেষ্টা করছে। যদিও বা ট্রেন চলাচল পুরোপুরি ভাবে বন্ধ হয়নি, ধীরগতিতে চলছে ট্রেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট