দেশে দৈনিক করোনা সংক্রমণ আজ 2.7% কম


শনিবার,২২/০১/২০২২
543

দেশে দৈনিক করোনা সংক্রমণ আজ দুই দশমিক সাত শতাংশ কমে হয়েছে ৩ লক্ষ ৩৭ হাজার ৭০৪। গতকাল এই সংখ্যা ছিল- তিন লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আজ সকালের রিপোর্ট অনুযায়ী, সংক্রমণ হার, গতকালের চেয়ে কিছুটা কমে হয়েছে-১৭ দশমিক ২/২ শতাংশ। এই সময়ে ২ লক্ষ ৪২ হাজারের বেশী মানুষ সুস্থ হয়েছেন। আরোগ্যের হার- ৯৩ দশমিক ৩/১ শতাংশ। ২৪ ঘন্টায় ৪৮৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা- ২১ লক্ষ ১৩ হাজারের বেশী,মোট আক্রান্তের যা, ৫’দশমিক ৪/৩ শতাংশ। গতকাল ৬৭ লক্ষ ৪৯ হাজারের বেশী টিকা দেওয়াহয়েছে। দেশে মোট ওমিক্রণ আক্রান্তের সংখ্যা- ১০’হাজার ৫০।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট