পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ থেকে ২৪ তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডঃ জি কে দাস জানিয়েছেন, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশের মুখ ভার। হাল্কা বৃষ্টি শুরু হয়েছে। ডায়মন্ড হারবার সহ দক্ষিণ ২৪ পরগণার উপকূলবর্তী এলাকায় আকাশে মেঘ। এই অকাল বর্ষণে শীতের ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা, চার ডিগ্রি বেশী।
রাজ্যের বিভিন্ন এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা
শনিবার,২২/০১/২০২২
1243