চলে গেলেন “বাটুল দি গ্রেট ও হাঁদা ভোঁদা র স্রষ্টা নারায়ন দেবনাথ”


মঙ্গলবার,১৮/০১/২০২২
6753

বাটুল দি গ্রেট ও হাঁদা ভোঁদা র স্রষ্টা নারায়ন দেবনাথ এর মৃত্যুতে ব্যথিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলভিউ নার্সিংহোমে নারায়ণ দেবনাথ এর মৃত্যুর খবর শোনার পরেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কে তার শেষকৃত্যের সমস্ত ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে হয় তা নিশ্চিত করতে নির্দেশ দেন। সেই নির্দেশ পেয়েই বেলভিউ নার্সিংহোম ছুটে আসেন ফিরহাদ হাকিম। বেলভিউ নার্সিংহোম থেকে যাতে পুলিশি আয়োজনের মাধ্যমে শিবপুরে তার বাড়িতে মরদেহ পৌঁছে দেওয়া যায়, এবং তারপর বাড়ির লোকেদের ইচ্ছা অনুসারে মর্যাদা সহকারে যাতে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা যায় তার সমস্ত ব্যবস্থাদি নিজে দাঁড়িয়ে থেকে পাকা করেন ফিরহাদ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট