বিশ্বের বৃহত্তম কোভিড টিকাকরণের বর্ষ পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


সোমবার,১৭/০১/২০২২
511

বিশ্বের বৃহত্তম কোভিড টিকাকরণের বর্ষ পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টিকাকরণের সঙ্গে যুক্ত সকলকে কুর্নিস জানিয়েছেন। একাধিক ট্যুইটে শ্রী মোদী বলেন, টিকাকরণের ফলে দেশ আরও মজবুতভাবে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হয়েছে। তিনি ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ভূমিকার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেন, এই স্বাস্থ্য কর্মীরা দেশের দূরবর্তী প্রান্তে ভ্যাকসিন মানুষের কাছে পৌঁছে দিয়েছে। শ্রী মোদী বলেন, অতিমারীর বিরুদ্ধে ভারতের লড়াই বিজ্ঞান ভিত্তিক এবং সরকার দেশের নাগরিকদের সুরক্ষিত রাখতে স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজিয়েছে। তিনি ভ্যাকসিন উৎপাদনের কাজে যুক্ত গবেষকদের ভূমিকারও প্রশংসা করেছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট