করোনা পরিস্তিতি সমাল দিতে এবার হেল্পলাইন নম্বর চালু


শনিবার,১৫/০১/২০২২
1365

করোনা পরিস্তিতি সমাল দিতে এবার কলকাতা পুরসভা হেল্পলাইন নম্বর চালু করল। 22861238 এই নম্বরে ফোন করে করোনা আক্রান্ত বিষয়ে যাবতীয় সাহায্য পাবেন তারা। পাশাপাশি এদিন কন্টেনমেন্ট জোন 29 থেকে বাড়িয়ে 44 টা করা হল বলে জানালেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ অতীন ঘোষ। তিনি জানান কলকাতায় সবচেয়ে বেশি কন্টেনমেন্ট জোন 10 নম্বর বোরো তে করা হয়েছে। এছাড়া কলকাতা পুরসভার পক্ষ থেকে 16 টি বোরো তে 17 টি বিশেষ হেলথ সেন্টার করা হচ্ছে। যেখানে যাবতীয় স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে জানান স্বাস্থ্য বিভাগ এর মেয়র পরিষদ অতীন ঘোষ। তিনি জানান যে পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরীর অধীনে এই হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে। এই নম্বর ফোন করে করোনা আক্রান্ত রোগীর বা তাদের পরিবারের লোকজন যাবতীয় সাহায্য করবেন। এছাড়া ভর্তির ক্ষেত্রে সমস্ত রকমের সাহায্য করা হবে কলকাতা পুরসভার পক্ষ থেকে।

তিনি জানিয়েছেন যে আজকে গঙ্গাসাগর মেলার জন্য বঙ্গবাসী গ্রাউন্ড , আউটরাম ঘাট এবং শিয়ালদাহ স্টেশনে প্রায় 24 জনের RTPCR টেস্ট করা হয়েছে। এছাড়া অতীন ঘোষ জানিয়েছেন যে 15 থেকে 18 বছর বয়সের টিকা করন চলছে তাদের এখনো 60238 জনের করা হয়েছে। এছাড়া কলকাতা পুরসভার স্বাস্থ্য কর্মীদের আক্রান্তের সংখ্যা কমে 142 জন হয়েছে। বিশেষ করে বোরো 10 এর চিন্তা বাড়াচ্ছে কলকাতা পুরসভা কে। এছাড়া বাইপাস সংলগ্ন এলাকায় 12 নম্বর বোরো তেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। আজকে যাদের RTPCR টেস্ট হয়েছে তাদের রিপোর্ট পজিটিভ এলেই তাদের কাছে কলকাতা পুরসভার পক্ষ থেকে একটা এস এম এস যাবে। সেই হেল্পলাইন নম্বরের মাধ্যমে করোনা আক্রান্ত রোগীরা যাবতীয় চিকিৎসা সংক্রান্ত সাহায্য পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ অতীন ঘোষ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট