নববর্ষে খুলতে পারে লাইফলাইন টালা ব্রিজ


বৃহস্পতিবার,১৩/০১/২০২২
1320

বাংলার নববর্ষে খুলে যেতে পারে উত্তর কলকাতা এবং পার্শ্ববর্তী শহরতলির অন্যতম সংযোগকারী রাস্তা টালা ব্রিজ। টালা ব্রিজের নীচ দিয়ে গিয়েছে রেল লাইন। তার উপরে ব্রিজের অংশের কাজের জন্য রেলের থেকে অনুমতির প্রয়োজন ছিল। ৯ ডিসেম্বর অনুমতি দিয়েছে রেল কর্তৃপক্ষ। ব্রিজ নির্মাণের কাজ দ্রুতগতিতে কাজ চলছে। ব্রিজ তৈরিতে খরচ হবে আনুমানিক ৪৬৫ কোটি টাকা। জেনে রাখা দরকার ২০১৮ সালে ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ। এরপরই শহরের বিভিন্ন ব্রিজগুলোর স্বাস্থ্য পরীক্ষা করায় সরকার। সেই পরীক্ষায় শরহতলির সঙ্গে কলকাতার অন্যতম যোগসূত্র টালা ব্রিজের স্বাস্থ্যে গলদ ধরা পড়ে। যান চলাচলের জন্য বিকল্প দুটি রাস্তা তৈরি হয়। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে কাশীপুরের লকগেট ব্রিজ হয়ে ডানলপগামী গাড়ি চলাচল করছে। আবার সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শ্যামবাজার, আর জি কর রোড হয়ে পাইকপাড়ায় দিয়ে গাড়ি চলছে। নববর্ষে রাজ্য কলকাতার অন্যতম ‘লাইফলাইন’ টালা ব্রিজ খুলতে পারে বলে সূত্রের খবর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট