কবিতা : আলোর ঠিকানা


মঙ্গলবার,১১/০১/২০২২
7242

আলোর ঠিকানা
–অভ্র বড়ুয়া

আলোর ঠিকানা এখনো আছে
যদি রাখো বিশ্বাস হৃদয়ে,
তুমি পৌঁছবে বাঁধা পেরিয়ে
স্বপ্ন পূরণের আপন নীড়ে।
ধৈর্য্য ও চেষ্টার আলিঙ্গনে
আলো আসবেই তোমার প্রাঙ্গনে,
ছুটে চলো সফলতার পানে
জটিল জীবনের সংগ্রামী আহ্বানে।
তোমার সফলতা,আলোর স্বার্থকতা
স্বার্থক জীবনের অব্যক্ত গল্পকথা
ছড়িয়ে দেয় জীবনের মঙ্গলবারতা
স্বপ্ন যেন পায় পূর্ণতা।
জীবন স্রোতধারায় থাকবে ভাবনা
অন্ধকার ভীড়ে তলিয়ে যেও না,
আঁধারের পরেই আলো তোমায়
ভিড়িয়ে নেবে তার ঠিকানায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট