গঙ্গাসাগর মেলা শুনানি


বৃহস্পতিবার,০৬/০১/২০২২
931

রাজ্যের বক্তব্য –

কিছু বিধি মেনে মেলা করতে চায় রাজ্য। জানালেন এডভোকেট জেনারেল।
৭১.৮৭ শতাংশ মানুষ প্রথম ডোজ পেয়েছেন।
৪৯.৫১ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছেন।
সাগরদ্বীপের সব বাসিন্দার টিকাকরন হয়েছে।
ডায়মন্ডহারবার এলাকায় কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
৬-১৫ জানুয়ারি মেলা হবে।
রাজ্য আশা করছে ৫ লাখ পুণ্যার্থী আসবে।
৫০ হাজার সাধু আসতে পারেন।
৩০ হাজার মানুষ ইতিমধ্যে এসেছেন।
২ কিমি এলাকা জুড়ে এই মেলা হচ্ছে।

১০০০০ পুলিশ থাকবেন যাদের সম্পূর্ন টিকাকরণ হয়েছে।
৫০০০ স্বেচ্ছাসেবক থাকবেন যাদের সম্পূর্ন টিকাকরণ হয়েছে।
মন্দির থেকে ২৫০ মিটারে হাসপাতাল আছে।
কিছু দূরে আরো একটি হাসপাতাল আছে।
২৩৫ টি শয্যা নিয়ে safe হাউস তৈরি করা হয়েছে।
কোভিড হসপিটাল তৈরি আছে।
মেডিক্যাল স্ক্রিনিং – র ব্যবস্থা আছে।
thermal gun থাকছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট