মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ৪ জন চিকিৎসক ও ৫ জন নার্স সহ মোট ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। জেলায় আ্যক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা দেড়শো জন ছাপিয়েছে। এই পরিস্থিতিতে জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জরুরি বৈঠক করেছেন। মুর্শিদাবাদে সাতটি সরকারি করােনা হাসপাতালে ৭৯৫এবং ১৬ টি বেসরকারি করােনা হাসপাতালে ২৭৮ টি শয্যা রয়েছে। একই সাথে পুরোনো সদর হাসপাতালের ১২৫টি শয্যাও প্রস্তুত রাখার পদক্ষেপ নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর বলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সন্দীপ সান্যাল জানিয়েছেন।
মেডিকেল কলেজের ৪ জন চিকিৎসক ও ৫ জন নার্স সহ মোট ১০ জন করোনা আক্রান্ত
বৃহস্পতিবার,০৬/০১/২০২২
983