খবরইন্ডিয়াঅনলাইনঃ মানব মুখোপাধ্যায়ের স্ত্রীর তিরিশ হাজার টাকা চশমার বিল নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার, মন্ত্রিসভায় তাঁর সহকর্মীই চশমা বিতর্কে জড়িয়ে সরকারকে অস্বস্তিতে ফেললেন উদ্বাস্তু ও পুনর্বাসন মন্ত্রী সাবিত্রী মিত্র। নিয়ম মন্ত্রী-বিধায়করা চশমার খরচ বাবদ সর্বাধিক পাঁচ হাজার টাকা পেতে পারেন। কিন্তু, সাবিত্রী মিত্রর জন্য নিয়ম শিথিল করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর হাতে থাকা স্বরাষ্ট্র দফতরের নির্দেশিকাতে বলাও হয়েছে সে কথা। সাবিত্রী মিত্র চশমার পিছনে খরচ করেছেন এক লাখ টাকা। স্বরাষ্ট্র দফতরের নির্দেশিকা অনুযায়ী মন্ত্রী সাবিত্রী মিত্রকে চিকিত্সার খরচ বাবদ ১,১০,০৭৮ টাকা দিতে নির্দেশ দেওয়া হচ্ছে। এর মধ্যে চশমার খরচ ৯৯,৮৮০ টাকা। ওষুধের খরচ ১০,১৯৮ টাকা। বিল জমা দিয়ে মন্ত্রী সরকারের কাছ থেকে সে টাকা ফেরতও পেয়ে যান। চশমা কান্ড নিয়ে বৃহস্পতিবার সরগরম হয়ে ওঠে বিধানসভা।এই ইস্যুতে সরব হন বিরোধীরা। মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন সিপিআইএম বিধায়ক আনিসুর রহমান। চাপে পড়ে এদিনই চশমার খরচ বাবদ নেওয়া এক লাখ টাকা সরকারকে ফিরিয়ে দেন সাবিত্রী মিত্র। তিনি কোন অসৎ উদ্দেশ্যে কাজ করেননি।
মন্ত্রী সাবিত্রী মিত্রের চশমার দাম লক্ষ টাকা !
শুক্রবার,১২/০৬/২০১৫
922