একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির, আহত হয়েছেন ৫০ জন। তাঁদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। নদিয়ার তেহট্টের ঘটনা। সোমবার সন্ধেয় যাত্রীবোঝাই বাসটি কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে যাচ্ছিল। তেহট্টের রাস্তার পাশের নয়ানজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। সঙ্গে সঙ্গে এলাকার লোকজন উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। আহতদের তেহট্টের মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকালে ক্রেন দিয়ে বাসটিকে তোলা হয়েছে।
Accident: বাস নয়ানজুলিতে
মঙ্গলবার,০৪/০১/২০২২
740