জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে আজ দ্বিতীয় টেস্ট-এর প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত প্রথম ইনিংসে ২০২ রান করেছে। টসে জিতে ভারত ব্যাট করার সিদ্ধান্ত নেয়। অধিনায়ক লোকেশ রাহুল ৫০, রবিচন্দ্রন অশ্বিন ৪৬ রান করেছেন। চোট সমস্যার জন্য বিরাট কোহলি এই টেস্টে খেলছেন না। তাঁর জায়গায় হনুমা বিহারি দলে এসেছেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে মারকো জানসেন চারটি, কাগিসো রাবাডা ও দুআন্নে অলিভিয়ের তিনটি করে উইকেট নিয়েছেন।
Cricket News: ভারত প্রথম ইনিংসে ২০২ রান
মঙ্গলবার,০৪/০১/২০২২
545