Covid News: ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিড-১৯ প্রতিষেধক টিকা


মঙ্গলবার,০৪/০১/২০২২
1062

পূর্ব বর্ধমান জেলাতেও আজ থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিড-১৯ প্রতিষেধক টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রথম দিনে জেলার ২৩ টি ব্লক ও ছ’টি পুরসভা এলাকা থেকে একটি করে স্কুল বেছে নিয়ে মোট ২৯ টি শিবিরে টিকা দেওয়ার কাজ চলছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ১৫ থেকে ১৮ বছর বয়সী প্রায় আড়াই লক্ষ কিশোর-কিশোরীকে প্রতিষেধক দেওয়া হবে। স্কুলের বাইরে যেসব কিশোর-কিশোরী রয়ে গিয়েছে বা স্কুল রয়েছে তারা বর্ধমান মেডিকেল কলেজ, কাটোয়া ও কালনা মহকুমা হাসপাতাল থেকে টিকা পাবে। প্রথম দিন প্রতিটি কেন্দ্র থেকে ২০০ জনের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, পরে এই সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট