গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড ঘটকপুকুরে


সোমবার,২৭/১২/২০২১
900

ঘটকপুকুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য ছড়ালো। আজ সন্ধ্যায় নলমুড়ি গ্রামের একটি দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় দমকল বাহিনী। ওই দোকানের আশপাশে থাকা বাসিন্দাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কাজ করছে পুলিশ।ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। যে দোকানঘরটিতে আগুন লেগেছে, সেটি নলমুড়ি হাসপাতালের কাছে। তবে দোকানে আগুন কি ভাবে লাগল, তা এখনও জানা যায়নি। দোকানটিতে বেশ কিছু গ্যাস সিলিন্ডার মজুত রাখা ছিল বলে সূত্রের খবর। এর ফলে অগ্নিকাণ্ড ভয়াবহ আকার নিতে পারে আশঙ্কা করা হচ্ছে। ওই দোকানটির পাশেই একটি বাড়ি রয়েছে। ওই বাড়িতেও আগুন লেগেছে বলে জানা গিয়েছে। পুরো ঘটনাটি জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট