সিকিমের ছাঙ্গু লেক দেখতে গিয়ে মাঝপথে আটকে পর্যটক


রবিবার,২৬/১২/২০২১
926

প্রচুর তুষারপাতের ফলে, পশ্চিমবঙ্গের বহু পর্যটক সিকিমের ছাঙ্গু লেক দেখতে গিয়ে মাঝপথে আটকে যান।গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে, সেনাবাহিনী তাদের উদ্ধার করে সেনাছাউনিতে রেখেছে গতকাল রাতেই। আজ সকালে তুষারপাত একটু কম হওয়ায়, ছোট, ছোট দলে ভাগ করে সেনাবাহিনী পর্যটকদের পায়ে হাঁটা পথে গ্যাংটকে পৌঁছে দিচ্ছেন। আজই সকলকে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। তবে তুষারপাত ফের শুরু হলে সকলকে গ্যাংটক পৌঁছানো আজ সম্ভব না হলে আগামীকালও উদ্ধার কাজ চলবে।কোলকাতা, শিলিগুড়ি সহ জলপাইগুড়ি জেলারও প্রায় আড়াইশো পর্যটক আটকে রয়েছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট