তৃণমূলে যোগ দিলেন বিনয় তামাং, নির্বাচনের আগে প্রত্যাবর্তন


শনিবার,২৫/১২/২০২১
838

আজ তৃণমূলে যোগ দিলেন বিনয় তামাং এবং রোহিত শর্মা রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং মলয় ঘটকের উপস্থিতিতে। জিটিএ নির্বাচনের আগে বিনয় তৃণমূলে প্রত্যাবর্তন করলেন। মন্ত্রী ব্রাত্য এ বিষয়ে জানান ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই দু’জন তৃণমূলে যোগ দিলেন। পাহাড়ের উন্নয়নই এঁদের লক্ষ্য।’’জেনে রাখা দরকার কিছুদিন আগেই উত্তরবঙ্গ সফরের সময়ে GTA নির্বাচনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামি বছরের শুরুতেই হতে চলেছে এই নির্বাচন। এই নির্বাচনের প্রাক্কালে বিনয়ের তৃণমূলে যোগদান স্পষ্ট করে দিচ্ছে যে পাহাড়েও এবার তৃণমূল নিজেদের অস্তিত্ব তৈরি করার চেষ্টা করবে। আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বিনয় তামাং বলেন, ‘‘৬৪ দিন আগে আমি তৃণমূল থেকে পদত্যাগ করি। কিন্তু পরে মমতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি তৃণমূলে ফেরার সিদ্ধান্ত নিই। মমতাকে আমি সর্বভারতীয় নেতা হিসেবে দেখতে চাই। মমতাকে আমি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। জাতীয় দলে যোগ দিয়ে উত্তরবঙ্গের উন্নয়ন করব।’’বিনয় তামাং তৃণমূলে যোগ দেওয়ার পরে পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতিতে বড় বদল আসতে চলেছে এমনট‍া মনে করছে রাজনৈতিক মহল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট