মুখ্যমন্ত্রীর উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবছরে নিউ টাউনে বড় আকারে চারটি মেলা হবে। আজ বৃহস্পতিবার মেলা শুরু হচ্ছে। সরস মেলা হবে নিউ টাউন মেলা প্রাঙ্গণে। কলকাতা পৌষ উৎসব হবে রবীন্দ্রতীর্থে। ইকো পার্কে ২ ও ৪ নম্বর গেটে হবে ফুট ফেস্টিভ্যল। এ ছাড়া শিল্প-বাণিজ্য মেলা হবে অ্যাকশন এরিয়া ২-তে। ৭ জানুয়ারি হবে বইমেলা, সবলামেলা হবে ১০ জানুয়ারি থেকে, পিঠে-পুলি মেলা হবে ১৬ জানুয়রি। ১৭ জানুয়ারি থেকে শুরু হবে নিউ টাউন উৎসব।
এবছরে নিউ টাউনে বড় আকারে চারটি মেলা
বৃহস্পতিবার,২৩/১২/২০২১
936