এমপি কাপের কোয়ার্টার ফাইনালে উঠল নিশ্চিন্তপুর


বৃহস্পতিবার,২৩/১২/২০২১
863

এমপি কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে এদিনও জোড়া ম্যাচ ছিল। শেষ ষোলোর লড়াইয়ে বুধবার দিনের প্রথম খেলায় নিশ্চিন্তপুর ৫-০ গোলে বিধ্বস্ত করল বজবজ পুরসভার ‘ই’ দলকে। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন কুমার দে। অন্য প্রি-কোয়ার্টার ফাইনালে চকয়েনায়েতনগর পূজালি ‘এ’ দলকে ৩-২ গোলে হারাল। বৃহস্পতিবার প্রতিযোগিতার শেষ দু’টি প্রি-কোয়ার্টার ফাইনাল রয়েছে। একটি ম্যাচে বজবজ পুরসভার ‘এল’ দল খেলবে মহেশতলা পুরসভার ‘এম’ দলের বিরুদ্ধে। অন্য একটি ম্যাচে মহেশতলা পুরসভার ‘এইচ’ দল কেএমসি ওয়ার্ড ১৪১-এর মুখোমুখি হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট