ক্রিসমাস ফেস্টিভ্যাল উপলক্ষে শহর ও শহরতলীর কয়েকটি রুটে বিশেষ বাস পরিষেবা


বৃহস্পতিবার,২৩/১২/২০২১
647

পশ্চিমবঙ্গ পরিবহন নিগম WBTC, কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২১ উপলক্ষে আগামী শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পার্কস্ট্রিট থেকে শহর ও শহরতলীর কয়েকটি রুটে বিশেষ বাস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে এব্যাপারে নির্দেশ জারি হয়েছে বলে জানিয়ে WBTC র এক মুখপাত্র বলেন, এই রুটে মোট ১৫ টি গাড়ি চালান হবে। তবে বিশেষ বাস পরিষেবা দেওয়া হলেও, ভাড়া নির্ধারিত তালিকা অনুসারেই নেওয়া হবে। পার্কস্ট্রিট থেকে হাওড়া স্টেশন, পর্ণশ্রী, জোকা, বালিগঞ্জ, গড়িয়া ভায়া S-৫ রুট, গড়িয়া ভায়া S-৭ রুট, পাটুলি ভায়া S-২৪ রুট, করুণাময়ী ভায়া উল্টোডাঙ্গা, বাগবাজার ভায়া শিয়ালদা, পাইক পাড়া ভায়া কলেজ স্ট্রিট এবং ডানলপ প্রভৃতি রুটে মোট ১৫ টি গাড়ি চালান হবে। পার্কস্ট্রিট থেকে জোকা এই রুট বাদ দিয়ে সব রুটেই দুটি ট্রিপ বাস চলানো হবে। এছাড়া ওই দিন যাত্রী ভিড় সামাল দিতে পার্ক স্ট্রিট হয়ে চলা AC1, AC6, AC12, AC24, AC12D, AC4, AC 20, S2, S4C, S5, S10, S10A, S9A, S7 E1 রুটের যানবাহন এর সংখ্যা দ্বিতীয়ার্ধে যথেষ্ট পরিমাণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট