কলকাতার দুর্গোৎসবকে ইউনেস্কো, আবহমান সংস্কৃতি হিসেবে হেরিটেজ তকমা দেওয়ায়, আজ সেই স্বীকৃতি উদযাপনে শহরের পুজো উদ্যোক্তারা এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করেন। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে শুরু হয়ে পদযাত্রা যায় ডোরিনা ক্রসিং পর্যন্ত। ঢাক-ঢোল বাজিয়ে, পোস্টার-বেলুন নিয়ে এই শোভাযাত্রায় সামিল হন, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক তথা কাউন্সিলর দেবাশিস কুমার প্রমুখ। শহরের অন্যতম ব্যস্ত রাস্তা জুড়ে এই পদযাত্রার দরুন, তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন অসংখ্য মানুষ।
দুর্গোৎসবকে ইউনেস্কো, আবহমান সংস্কৃতি হিসেবে হেরিটেজ তকমা উদযাপনে শহরের পুজো উদ্যোক্তারা
বুধবার,২২/১২/২০২১
670