কবিতা : বন্ধন


মঙ্গলবার,২১/১২/২০২১
7167

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

ওহে দেশবাসী
বন্ধনে বাঁধি মোরা
ভাতৃসম অটুট বন্ধনে
দেশের কল্যাণে।
যতনে ভালোবাসার বন্ধনে
রইবো মোরা চিরকাল।
বাঁধিবো তোমায়
ভালোবাসার অটুট বাঁধনে।
টুটিবে কে এই বাঁধন খানি।
রয়েছে বীর দেশের সকল প্রান্তরে
পাহারারত দিবা রাত্রি।
মৃদু মুসকান রয়েছে তাঁদের মুখে।
সালাম ঠুকি, সদা তাঁদের ।
দেশের কল্যাণে
দিয়েছে প্রাণ হাসিমুখে।
ছিন্ন হতে দেয়নি বাঁধন
এ ভাতৃসম অটুট বন্ধন।
অটুট রবে মোদের বাঁধন
ধরিত্রী রইবে যতকাল
চলো–এগিয়ে আসি
করি অঙ্গীকার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট