রাত পোহালেই কলকাতা পুরভোটের ফল ঘোষণা করা হবে। আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে স্ট্রং রুমগুলি। হাইকোর্টের নির্দেশে স্ট্রং রুম এবং গণনাকেন্দ্রেও রয়েছে সিসি ক্যামেরার নজরদারি।২১ ডিসেম্বর কলকাতা পুরসভার ফলপ্রকাশ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে স্ট্রং রুমগুলি।কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রতিটি জায়গাতেই রয়েছে সিসি ক্যামেরায় নজরদারি। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল ৮টা থেকে ১৪৪টি ওয়ার্ডের জন্য ১১টি কেন্দ্রে হবে ভোটগণনা।মোট ১৩ থেকে ১৬ দফায় ভোট গণনা হবে বলে সূত্রের খবর। প্রত্যেক কেন্দ্রেই ৭টি টেবিলে হবে গণনা। প্রতিটি গণনা কেন্দ্রের দায়িত্বে থাকবেন একজন করে অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল রিটার্নিং অফিসার। বর্তমানে ইভিএমগুলি রয়েছে একাধিক স্ট্রং রুমে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যেমন স্ট্রং রুম হয়েছে। তেমনই এখানে ভোট গণনা হবে উত্তর কলকাতার বেশ কয়েকটি ওয়ার্ডের। নেতাজি ইন্ডোরের পাশে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও তৈরি হয়েছে স্ট্রং রুম।প্রতি কেন্দ্রেই মোতায়েন থাকবেন একাধিক ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। নিরাপত্তায় থাকছে ক্যুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিশ। ড্রোনের মাধ্যমেও নজরদারি চলবে। কাউন্টিং এজেন্টরা মোবাইল ফোন নিয়ে গণনাকেন্দ্রের ভিতরে ঢুকতে পারবেন না বলে সূত্রের খবর।প্রতিটি গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে আজ থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে এমনটা রাজ্য নির্বাচন কমিশন ও কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে।

Liberty Boys Gola-schv School Uniform Shoe
₹465.00 (as of শুক্রবার,২৮/০৩/২০২৫ ১৫:২৭ GMT +05:30 - More info)boAt Bassheads 100 in Ear Wired Earphones with Mic(Black)
₹297.00 (as of শুক্রবার,২৮/০৩/২০২৫ ১৫:২৭ GMT +05:30 - More info)Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)
Now retrieving the price.
(as of শুক্রবার,২৮/০৩/২০২৫ ১৫:২৭ GMT +05:30 - More info)